About Me:
Dristy Dey

Atheist. Feminist. LGBT Rights Activist
Advocate for Change.

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আমি দৃষ্টি দে, একজন মুক্তমনা বাঙালি নারীবাদী লেখক ও ব্লগার। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে এই অনলাইন প্ল্যাটফর্মে আমার লেখালেখির যাত্রা শুরু। আমার কলম চলে সমাজের সেইসব অসংগতি ও কাঠিন্য নিয়ে, যা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে।

আমি লিখতে শুরু করেছি ২০২৩ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে।  খুব ছোট ছোট ব্যক্তিগত নোট থেকে ধীরে ধীরে এই লেখালেখি আমার শ্বাস নেওয়ার জায়গা হয়ে উঠেছে।

জন্মেছি এমন এক সমাজে যেখানে নারীর শরীর, ভালবাসা আর জীবনের দিকনির্দেশ সবসময় অন্য কেউ ঠিক করে দিতে চেয়েছে। আমি দেখেছি  প্রতিদিন কত নারী নীরবে সহ্য করে সংসারের সহিংসতা, হয়রানি, বিয়ের বাজারে পণ আর পাত্রের দরদাম, কর্মক্ষেত্রে অবমূল্যায়ন, রাস্তায় বেরোলেই কটু দৃষ্টি আর মন্তব্যের ছুরি। আমার লেখায় তাই বারবার ফিরে আসে নারীর কথা, কেন আমরা এখনও দ্বিতীয় শ্রেণীর মানুষ হয়ে বেঁচে থাকব?  কেন আমাদের স্বপ্নের ওপর পুরুষতান্ত্রিক সমাজের ছুরি চলবে?  সেই প্রশ্ন তুলে আমার লেখালেখি চালিয়ে যেতে চাই।

আমি একজন উন্মুক্তভাবে স্বীকার করা বাইসেক্সুয়াল মানুষ। আমার পরিচয় প্রকাশ করার আগে নিজের ভেতরের টানাপোড়েন, ভয়, অপরাধবোধ আর গিল্ট আমাকে ভেঙে দিত নিজের পরিচয়কে ভাষা না দিতে পারার কষ্ট। আমি খুব কাছ থেকে চিনেছি আমার নিজেকে। তাই আমার লেখা জুড়ে থাকে সমকামী, উভকামী, ট্রান্স ও নানা রকম যৌন পরিচয়ের মানুষের কথা, তাঁদের মনের অনুভূতি। এই সমাজে তারা কেমন করে অদৃশ্য হয়ে বেঁচে থাকে, পরিবারে কীভাবে অগ্রাহ্য বা বহিষ্কৃত হয়, রাস্তায় ও কর্মক্ষেত্রে কীভাবে ভয় নিয়ে দিন কাটায়, “পাপী” আর “অস্বাভাবিক” তকমা গায়ে নিয়েও কীভাবে ভালোবাসতে শেখে, আমি লিখি সেই লজ্জা আর ভয়ের বিপরীতে আত্মমর্যাদা আর ভালবাসার পক্ষে।

ধর্ম আর ধর্মীয় মৌলবাদ এই সমাজে শুধু আধ্যাত্মিকতার নাম নয়, বরং ক্ষমতার এক বড় হাতিয়ার এই ক্ষমতাকে প্রশ্ন করলেই লেখক, ব্লগার, ভিন্নমতালম্বীরা হুমকি পায়, মামলা খায়, কখনও জীবন হারায় আমি নিজেকে নাস্তিক বলি, কারণ বিশ্বাসের প্রশ্নে আমি অন্ধ আনুগত্যে নয়, যুক্তি আর মানবিকতার পাশে দাঁড়াই। আমার লেখায় তাই বারবার ফিরে আসে ধর্মীয় কুসংস্কার, মৌলবাদী রাজনীতি, ঈশ্বরের নামে নারীর ওপর ও এলজিবিটিকিউ মানুষদের ওপর নির্যাতনের ইতিহাস। আমি ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের গণ্ডিতে ফেরত পাঠাতে চাই, আর রাষ্ট্র ও সমাজকে মানুষকেন্দ্রিক, যুক্তিকেন্দ্রিক জায়গায় দাঁড় করাতে চাই।

সমসাময়িক রাজনীতি, মানবাধিকার লঙ্ঘন আর নানা সামাজিক ইস্যুও আমার লেখার বড় অংশ যখনই কোথাও রাষ্ট্রের ক্ষমতা নাগরিকের গলায় পা রাখে, যখনই কারও মুখ বন্ধ করে দেওয়া হয় আইনের দোহাই দিয়ে, যখনই ধর্মীয় অনুভূতির অজুহাতে নারী, ভিন্নমত বা এলজিবিটিকিউ মানুষের ওপর আক্রমণ হয়, তখন আমি নীরব থাকতে পারি না। এই ব্লগ আমার প্রতিবাদের কাগজ আর আমার ভাঙতে না চাওয়া জেদ।

আমি চাই আপনারা একটু থমকে তাকান, দেখে নিন, এ দেশে নারী হয়ে, নাস্তিক হয়ে, বাইসেক্সুয়াল হয়ে, ভিন্নমত নিয়ে বেঁচে থাকা মানুষদের সত্যিকারের জীবন কেমন। এখানকার প্রতিটি লেখা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, চারপাশে দেখা অন্যায়ের দলিল আর এক অনাগত ন্যায্য ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা থেকে জন্ম নেয়। যদি আপনি কখনও নিজের ভেতরে প্রশ্ন চেপে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েন, যদি মনে হয় এই সমাজে আপনি একা, তবে এই ব্লগে আপনার জন্যও একটা আসন রাখা আছে। এখানে আমরা ভয়কে জায়গা দিই না, জায়গা করে দিই প্রশ্নকে, ভালোবাসাকে আর স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকার স্বপ্নকে। আমার এই যাত্রা সত্য, মুক্তি এবং সমানাধিকারের সন্ধানে। আমার এই যাত্রাতে আপনাকে স্বাগতম।

দৃষ্টি দে
নারীবাদী ব্লগার ও সমকামী অধিকার কর্মী